বলিউড অভিনেত্রী নোরা ফতেহি সাধারণত দামি গাড়ি বা বিমানে সফর করলেও এবার এক ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হলেন। সম্প্রতি, মহারাষ্ট্রের রত্নগিরি শহরে এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে ট্রেন সফর করেছেন তিনি। তার ছবি যখন ভাইরাল হয়ে যায়, তখন চর্চা শুরু হয় কেন তিনি ট্রেনে চড়লেন।
নোরা সমাজমাধ্যমে নিয়মিত সক্রিয় থাকেন এবং নিজের খবরাখবর শেয়ার করেন। জানা গেছে, বর্তমানে নোরা তার টিমের সদস্য অনুপের বিয়ের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। অনুপ, যিনি নোরার ছবি এবং ভিডিও ধারণ করেন, তার বিয়েতে উপস্থিত হতে নোরা গাড়ির পরিবর্তে ট্রেনে যাত্রা করেছেন।
এছাড়া, বিয়ের অনুষ্ঠান থেকে নানা ছবি ও ভিডিও শেয়ার করে নোরা তার অনুরাগীদের সঙ্গে মজা করেছেন। সঙ্গীত, গায়ে হলুদসহ নানা অনুষ্ঠানে অংশ নিয়ে হলুদ শাড়িতে সেজে হবু বরকে হলুদ মাখিয়েছেন এবং খোশগল্পে মেতেছেন দুই পরিবারের সদস্যদের সঙ্গে।
নোরা জানান, গত ৮ বছর ধরে অনুপ তার টিমের সদস্য হিসেবে কাজ করছেন এবং তাকে তিনি নিজের পরিবারের মতোই মনে করেন। তাই অনুপের বিয়েতে শুরু থেকে তিনি উপস্থিত ছিলেন। এই পদক্ষেপে নোরা তার অনুরাগীদের প্রশংসা অর্জন করেছেন, কারণ তারা মনে করেন, এমনই সহযোগিতা তারকাদের পক্ষ থেকে দলের সদস্যদের প্রতি থাকা উচিত।
আগামী বছর নোরার বেশ কয়েকটি নতুন মিউজিক ভিডিও মুক্তি পাবে এবং তিনি অভিষেক বচ্চনের সঙ্গে একটি ছবিতে অভিনয় করবেন।
কেকে/এএম