বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫,
২৬ পৌষ ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
শিরোনাম: লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া      রাজউকের প্লট নিয়ে শেখ হাসিনার পরিবারের ক্ষমতা অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক      রাফির অ্যাকাউন্টে ৩২ কোটি টাকা লেনদেনের খবর, যা বললেন হাসনাত      রংপুরে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করা এসপি শাহজাহানের শাস্তি দাবি      জুলাই বিপ্লবের প্রেরণা নিয়ে বৈষম্যবিহীন রাষ্ট্র চাই: সারজিস      দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র, জরুরি অবস্থা জারি      মোবাইল-মানিব্যাগ নিজ দায়িত্বে রেখে পুলিশকে সহযোগিতার অনুরোধ      
গ্রামবাংলা
এক রাতে ৩ প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ নগদ অর্থ লুটপাট
আতাউর রহমান কাওছার, ওসমানীনগর (সিলেট)
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৯:৪৪ পিএম  (ভিজিটর : ২৬৪)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ওসমমানীনগরে একই রাতে তিন প্রবাসীর বাড়িতে ডাকাতি করে প্রায় ২৩ ভরি স্বর্ণালংকার, নগদ অর্থসহ ৩৩ লক্ষ টাকার মালামাল লুটে নিয়েছে সংঘবদ্ধ ডাকাত দল। এসময় ডাকাতদের হামলায় দুই পরিবারের তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার উছমানপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের আব্দুর রবের ছেলে মামুন আহমদ ও লতিবপুর গ্রামের ছানাওর আলীর ছেলে মিজানুর রহমান ও পার্শ্ববর্তী আশিক আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার লতিবপুর গ্রামের ছানাওর আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৬০), ছেলে হোসাইন আহমদ (২২) ও মাধবপুর গ্রামের সিরাজ মিয়া(৪০)। আহতদের বালাগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান পরিবারের সদস্যরা।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ৩টার দিকে লতিবপুর গ্রামের প্রবাসী মিজানুর রহমানের বাড়িতে কেচি গেইট ও দরজা ভেঙ্গে ১২/১৩ জনের ডাকাতদল ঘরে ঢুকে কোন কিছু বুঝার আগেই মিজানের ছোট ভাই হোসাইন আহমদের মাথায় রড দিয়ে আঘাত করে আহত অবস্থায় একটি কক্ষে বেঁধে রাখে। এরপর অপর কক্ষে হোসাইন আহমদের মা আনোয়ারা বেগমকে রড দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে ৬ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।

একই সময়ে পার্শ্ববর্তী মাধবপুর গ্রামের আব্দুর রবের ছেলে মামুন আহমদের বাড়িতে ৭/৮ জনের একদল ডাকাত কেচি গেইট ও দরজা ভেঙ্গে ঘরে ঢুকে গৃহকর্মী সিরাজ মিয়াকে বেধড়ক পিটিয়ে আহত করে। তখন মামুন আহমদের ঘরে থাকা ১৬ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও যুক্তরাজ্যের পাউন্ডসহ প্রায় ১ লক্ষ টাকা লুটে নেয়।

একই সময়ে লতিবপুর গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী আশিক মিয়ার বাড়ির কেচি গেইট ও দরজা ভেঙ্গে ১ ভরি স্বর্ণালংকার ও নগদ ১১শ টাকাসহ কিছু মালামাল লুটে নেয় ডাকাতরা। এসময় আশিক মিয়ার পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না। সকালে গ্রামে ডাকাতি হয়েছে খবর পেয়ে তারা বাড়িতে এসে দেখেন- তাদের ঘরের কেচি গেইট ও দরজার তালা ভাঙ্গা এবং আলমিরায় থাকা স্বর্ণালংকার নেই। সকল বাড়িতে ডাকাতিকালে ডাকাতরা বাড়ির আসবাবপত্র ভেঙ্গে কাপড়-চোপড় তছনছ করে ফেলে যায়।

লতিবপুর গ্রামের আশিক মিয়ার স্ত্রী পারভিন বেগম বলেন, আমি আমার বাপের বাড়ি ছিলাম। সকালে গ্রামে ডাকাতি হয়েছে শুনে বাড়িতে এসে দেখি আমার ঘরের কেচি গেইট ও দরজা খোলা এবং আলমিরায় রক্ষিত স্বর্ণালংকার ও টাকা নেই।

আহত হোসাইন আহমদ বলেন, রাত ৩টার দিকে কেচি গেইট ও দরজা ভেঙ্গে ১২/১৩ জন ডাকাত ঘরে ঢুকে আমাদের মারধর করে ৬ ভরি স্বর্ণ লুটে নেয়। রড দিয়ে আমার মাথায় আঘাত করেছে এবং আমার মাকে মেরেছে। সকালে পুলিশ দেখে গেছেন।

মাধবপুর গ্রামের মামুন আহমদ বলেন, আমরা ঘুমিয়ে ছিলাম। রাত ৩ টার দিকে ৭/৮ জন ডাকাত কেচি গেইট ও দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ১৬ ভরি স্বর্ণালংকার, পাউন্ডসহ নগদ ১ লক্ষ টাকা লুটে নেয়। এসময় তারা সিলেটি ও শুদ্ধ ভাষায় কথা বলে। প্রায় ৪৫মিনিট তারা আমার ঘরের সকল আলমিরা ভেঙ্গে তছনছ করে। এরপর আমাদের ঘরে বেঁধে রেখে যায়। ডাকাতরা চলে যাওয়ার সময় দুটি সিএনজি চালিত অটোরিকশার শব্দ শুনতে পেয়েছি।

ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান সাংবাদিকদের বলেন, ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।

কেকে/এমআই
আরও সংবাদ   বিষয়:  সিলেট   প্রবাসী   ডাকাতি   লুটপাট   আহত  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলার নেতৃত্বে পুনরায় সোহেল—শামছুল হুদা
লোহাগাড়া ইসলামি ছাত্র মজলিসের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
লামায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
বিষাক্ত শীতলক্ষ্যার কাছে যেতেও ভয় পায় মানুষ: ডিসি মাহমুদুল হক
বৈশ্বিক পাসপোর্ট সূচকে ফিলিস্তিনের সঙ্গী বাংলাদেশ

সর্বাধিক পঠিত

রাতে জ্বলে না সড়ক বাতি, নিরাপত্তার ঝুঁকিতে পৌরবাসী
রাফির অ্যাকাউন্টে ৩২ কোটি টাকা লেনদেনের খবর, যা বললেন হাসনাত
‘শহিদদের স্বপ্নের ক্যাম্পাস গড়ুন অথবা দায়িত্ব ছেড়ে দিন’
নিয়ামতপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন
নীলসাগর গ্রুপের আয়োজিত এসপিএল ফাইনালে চ্যাম্পিয়ন শাহীপাড়া ক্যাপিটালস

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝