সিলেটের গোয়াইনঘাটের দমদমীয়া সীমান্তের ওপারে ভারতীয় খাসিয়ার গুলিতে সবুজ মিয়া (২২) নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ লাশটি সীমান্তের ওপারে পড়ে আছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে দমদমীয়া সীমান্তের ১২৬১ পিলার এলাকায় ভারতের ভূখণ্ডে এ ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া পাহাড় তলী গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় রাত ১০টায় নিহত সবুজ মিয়া পিতা গোয়াইনঘাট থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে খবর পাই দমদমীয়া সীমান্তে পাহাড় তলী এলাকায় সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে খাসীয়ার গুলিতে সবুজ মিয়া মারা গেছেন। বর্তমান সীমান্তে ওপারে কাটাঁ তারের ভীতরে লাশ পড়ে আছে। বিষয়টি বিজিবি কে অবহিত করা হয়েছে। এ ঘটনায় রাতে থানায় একটি জিডি করা হয়েছে।
স্থানীয় একটি সূত্র জানায়, সবুজ গরু পারাপারের জন্য ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। শুক্রবার
(২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে ওই যুবকের লাশ পড়ে থাকার খবর পায় তাঁর পরিবার। পরে বিষয়টি বিজিবি কে জানালে বিজিবির পক্ষ থেকে বিএসএফ কে জানানো হয়েছে।
কেকে/এআর