শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫,
২৭ পৌষ ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম      শমী কায়সারের ব্যাংকের সবধরনের হিসাব তলব      যানজটের কারণে জনগণের কাছে বিএনপির দুঃখ প্রকাশ      লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউন      ডিএমপির ১২ ডিসিকে বদলি      ভারতীয় জেলেদের সাথে দুর্ব্যবহারের তথ্য ভিত্তিহীন এবং বানোয়াট: পররাষ্ট্র মন্ত্রণালয়      অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব জাতীয় নির্বাচন: সাইফুল হক      
খেলাধুলা
ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর জেতা উচিত ছিল: রোনালদো
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৯ এএম  (ভিজিটর : ৫৩)
ফাইল ছবি

ফাইল ছবি

শেষ মুহূর্তে যখন জানা গেল ব্যালন ডি’অর ভিনিসিয়ুসের হাতে উঠছে না, সমালোচনায় ফেটে পড়ে ফুটবল বিশ্বের বড় একটা অংশ। নিরব প্রতিবাদ হিসেবে গোটা রিয়াল মাদ্রিদ দল বাতিল করে দেয় ফ্রান্সের সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাওয়া। অনেকে মনে করছিলেন এই বছর ব্যালন ডি’অর জয়ের যোগ্য দাবিদার ছিলেন ভিনি। এবার তেমনটাই জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো নিজেও।

ব্যালন ডি’অর জিততে না পারলেও মাসখানেক পর ঠিকই ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন ভিনিসিয়ুস। এবার দুবাই গ্লোব সকার অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে এই ব্রাজিলিয়ান তারকা জিতেছেন বছরের সেরা ফুটবলারের পুরস্কার। এই অনুষ্ঠানে রোনালদো জানিয়েছে নিজের ভাবনার কথা। যেখানে তিনি সমালোচনা করেছেন ব্যালন ডি’অর পুরস্কারের।

ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, ‘আমার মতে ভিনিসিয়ুস ব্যালন ডি’অর জয়ের যোগ্য দাবিদার ছিলেন। আমি মনে করি যা হয়েছে তা অন্যায়। আমি এখানে সবার সামনেই বলছি। তারা এই পুরস্কার রদ্রিকে দিয়েছে। সেও এটা পাওয়ার যোগ্য, তবে ব্যালন ডি’অর ভিনিসিয়ুসের পাওয়া উচিত ছিল। কারন সে দলকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছে এবং ফাইনালেও গোল করেছে।’

গ্লোব সকার অ্যাওয়ার্ডকে অধিক সৎ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আপনারা সবাই দেখছেন এই পুরস্কারটি সবসময় একই ভাবে দেওয়া হয়। এখানে পক্ষপাত করা হয় না। আর তাই আমি এই গ্লোব সকার অ্যাওয়ার্ডকে বেশি ভালোবাসে কারণ এটি সততার সঙ্গে দেয়া হয়।’ বিপরীতে ব্যালন ডি’অর পুরস্কারকে ‘আনফেয়ার’ বা অন্যায্য দাবি করেছেন এই পর্তুগিজ তারকা।

এদিকে গতকাল বর্ষসেরা পুরস্কার জয়ের পাশাপাশি বছরের সেরা ফরওয়ার্ড ফুটবলারের পুরস্কারও জিতেছেন ভিনিসিয়ুস জুনিয়র। এছাড়া কিছুদিন আগে ফিফার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়েছে তার দল। এই টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়েছিলেন তিনি, জিতেছেন গোল্ডেন বল। ফিফার বর্ষসেরা ফুটবলারও হয়েছেন তিনি।

ব্যালন ডি’অর জিততে না পারলেও পরবর্তীতে কিছু দিনেই একের পর এক পুরস্কার নিজের করে নিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। এবার দুবাইয়ের গ্লোব সকার অ্যাওয়ার্ডে বর্ষসেরা ফুটবলার এবং সেরা ফরওয়ার্ড পুরস্কার জিতলেন ভিনি। এদিকে সর্বোচ্চ গোল স্কোরার এবং মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের পুরস্কার উঠেছে ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  ক্রিস্টিয়ানো রোনালদো   ভিনিসিয়ুস   ব্যালন ডি’অর  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘১৫ জানুয়ারির মধ্যে প্রক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন ঘোষণা চাই’
সোনারগাঁয়ে বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার
বাংলাদেশী কৃষকের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ
বেরোবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৪
পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম

সর্বাধিক পঠিত

বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের মারধর, রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা
গঙ্গাচড়ায় বাংলাদেশ স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
লামায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম
বিদ্যুৎ না থাকলেও মিটারে বেশি বিল আসার কারণ জানাল বিএন্ডটি

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝