টাঙ্গাইলের ধনবাড়ীতে শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিপন্ন প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। সদূর সাইবেরিয়া থেকে উড়ে আসা শকুনটি দেখতে ভিড় করে উৎসুক জনতা।
ধনবাড়ী উপজেলার বানিয়াজান উত্তর পাড়া গ্রামের একটি বসত বাড়ীর সামনে গাছ থেকে নিচে পড়ে যায় শকুনটি। এসময় ঐ বাড়ীর মাহিন ও মিরাজ নামের দুই কলেজ ছাত্র শকুনটিকে খাঁচা(টুপরী) দিয়ে আটকে দিয়ে মুরগী জবাই করে মাংস খেতে দেয়। পরে বন বিভাগ কে অবহিত করা হলে শকুনটি রাতে তারা উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে বিপন্ন প্রজাতির শকুনটি উড়ে এসে আশরাফ আলীর বাড়ীর সামনের গাছের নিচে পড়ে যায়। শকুনটি অসুস্থ থাকায় উড়ে যেতে না পারায় দুই যুবক শকুনটি আটকে রেখে ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কে বিষয়টি জানায়। পরে সাংবাদিক হাফিজুর রহমান তিনি ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ এর মাধ্যমে টাঙ্গাইল বন বিভাগ কে সংবাদ দেয়। খবর পেয়ে রাত ৯ টার সময় বন বিভাগের মধুপুর জাতীয় উদ্যান থেকে বন কর্মকর্তা এসে শকুনটিকে উদ্ধার করে নিয়ে যায়।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ জানান, বন্য প্রাণী শকুন পাওয়া গেছে ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের কাছে জানতে পেরে আমি টাঙ্গাইল বন বিভাগের উধর্বতন কর্মকর্তা কে অবহিত করেছি।
মধুপুর জাতীয় উদ্যানের বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ধনবাড়ীর বানিয়াজান এলাকা থেকে বন্য প্রাণী শকুন টি কে উদ্ধার করা হয়। চিকিৎসা পর মধুপুর শাল গজারির বনে শকুনটিকে অবমুক্ত করা হবে।
কেকে/এআর