নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়ার মঙ্গলখালী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেয়া স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে আগুন লাগে৷ এতে কার্যালয়ে থাকা নথিপত্র সহ তিন লক্ষ টাকা ক্ষতির দাবী করেছেন সংগঠনের নেতারা।
রূপগঞ্জ থানা সভাপতি (পিএবি) জিদান মোল্লা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুক্রবার দিবাগত রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপগঞ্জের প্রধান কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্রদের সামাজিক সংগঠন 'প্রগতি এসোসিয়েশন বাংলাদেশ (পিএবি) এর প্রধান কার্যালয়ে কেবা কারা এ আগুন লাগায়।
পিএবি'র দায়িত্বশীল ও স্থানীয় লোকজন ধারণা করছে, অজ্ঞাত দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে। পেছন দিক থেকে আগুন লাগিয়ে পুরো অফিসটিকে ধ্বংস করে দেওয়া হয়। স্থানীয় জনতা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়, ফলে পিএবি’র প্রধান কার্যালয় সম্পূর্ণভাবে পুড়ে ছাঁই হয়ে যায়।
নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার এএসপি (গ) সার্কেল বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা শুনেছি। ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এমএস