শেরপুরের নালিতাবাড়ীতে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পাচারকালে জনতার হাতে আটক হয়েছে সাদ্দাম হোসেন, হাবিবুর রহমান ও হাফিজুর রহমান নামে চোরাকারবারী সিন্ডিকেটের তিন সদস্য।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার নন্নী বাজারে তাদের আটক করে উত্তম-মধ্যম দিয়ে দুই চোরাকারবারীকে পুলিশে সোপর্দ করা হয়। এর আগেই পাচারকারীরা ভারতীয় পণ্য লুকিয়ে ফেলায় জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয় পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বেশকিছুদিন যাবত পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া কালিস্থান, বুরুঙ্গা, খলচন্দা ও দাওধারাসহ বিভিন্ন সীমান্তপথে ভারতীয় বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের কসমেটিকস চোরাই পথে আমদানী করছে একটি সংঘবদ্ধ চক্র। নিজস্ব পিকআপ ভ্যানে করে প্রায় প্রতি রাতেই বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস শেরপুর শহরসহ বিভিন্ন স্থানে পচার করে চক্রটি। বৃহস্পতিবার গভীর রাতে একটি পিকআপ ভ্যান ভর্তি বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় চোরাই পণ্য নন্নী বাজার হয়ে বেপরোয়া গতিতে শেরপুর শহরের দিকে যাচ্ছিল। এসময় নন্নী বাজারে থাকা কয়েকজন প্রতক্ষদর্শীর সন্দেহ হলে পিকআপ ভ্যানটিকে দাড়াতে সঙ্কেত দেয়। কিন্তু পিকআপ ভ্যানটি না দাড়িয়ে দ্রুত শেরপুরের দিকে চলে যায়।
এদিকে তিনানী বাজারে থাকা কয়েকজন একই পিকআপকে দাড়াতে বললে সেখান থেকেও দ্রুত চলে যায়। একপর্যায়ে বাজিতখিলা এলাকায় যাওয়া মাত্রই সেখানকার লোকজন পিকআপটিকে আটক করে। কিন্তু ততক্ষণে পাচারকারীরা বিষয়টি আঁচ করতে পেরে পথিমধ্যে কোন বাড়িতে ভারতীয় পণ্যগুলো সড়িয়ে ফেলে। এমতাবস্থায় মালামাল শুণ্য পিকআপটি আটকে নন্নীতে আনা হয়।
এদিকে পিকআপ ভ্যান আটকা পড়েছে খবরে পাচারকারী সিন্ডিকেটের ৫ সদস্য নন্নী বাজারে আসে। এসময় দু’জন পালিয়ে গেলেও সাদ্দাম হোসেন, হাবিবুর রহমান ও হাফিজুর রহমানকে আটকে উত্তম-মধ্যম দেয় স্থানীয়রা। পরে পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। তবে অবৈধ কোন পণ্য না পাওয়ায় জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
কেকে/এমএস