শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫,
২৭ পৌষ ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছিল আ. লীগ: মির্জা ফখরুল      গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো       গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান      নির্বাচনই সংস্কারের প্রথম ধাপ: আমীর খসরু      পলাতক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি      ক্ষমতার অসুস্থ প্রতিযোগিতায় বাড়ছে রাজনৈতিক অনৈক্য      বাড়তি ব্যয় চাপছে ভোক্তার ঘাড়ে, ক্ষুব্ধ ব্যবসায়ীরাও      
গ্রামবাংলা
নালিতাবাড়ীতে তিন চোরাকারবারীকে আটকে পুলিশে দিল জনতা
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৩:০২ পিএম  (ভিজিটর : ৬৫)
আটক তিন চোরাকারবারী | ছবি: প্রতিনিধি

আটক তিন চোরাকারবারী | ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পাচারকালে জনতার হাতে আটক হয়েছে সাদ্দাম হোসেন, হাবিবুর রহমান ও হাফিজুর রহমান নামে চোরাকারবারী সিন্ডিকেটের তিন সদস্য।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার নন্নী বাজারে তাদের আটক করে উত্তম-মধ্যম দিয়ে দুই চোরাকারবারীকে পুলিশে সোপর্দ করা হয়। এর আগেই পাচারকারীরা ভারতীয় পণ্য লুকিয়ে ফেলায় জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয় পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বেশকিছুদিন যাবত পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া কালিস্থান, বুরুঙ্গা, খলচন্দা ও দাওধারাসহ বিভিন্ন সীমান্তপথে ভারতীয় বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের কসমেটিকস চোরাই পথে আমদানী করছে একটি সংঘবদ্ধ চক্র। নিজস্ব পিকআপ ভ্যানে করে প্রায় প্রতি রাতেই বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস শেরপুর শহরসহ বিভিন্ন স্থানে পচার করে চক্রটি। বৃহস্পতিবার গভীর রাতে একটি পিকআপ ভ্যান ভর্তি বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় চোরাই পণ্য নন্নী বাজার হয়ে বেপরোয়া গতিতে শেরপুর শহরের দিকে যাচ্ছিল। এসময় নন্নী বাজারে থাকা কয়েকজন প্রতক্ষদর্শীর সন্দেহ হলে পিকআপ ভ্যানটিকে দাড়াতে সঙ্কেত দেয়। কিন্তু পিকআপ ভ্যানটি না দাড়িয়ে দ্রুত শেরপুরের দিকে চলে যায়।

এদিকে তিনানী বাজারে থাকা কয়েকজন একই পিকআপকে দাড়াতে বললে সেখান থেকেও দ্রুত চলে যায়। একপর্যায়ে বাজিতখিলা এলাকায় যাওয়া মাত্রই সেখানকার লোকজন পিকআপটিকে আটক করে। কিন্তু ততক্ষণে পাচারকারীরা বিষয়টি আঁচ করতে পেরে পথিমধ্যে কোন বাড়িতে ভারতীয় পণ্যগুলো সড়িয়ে ফেলে। এমতাবস্থায় মালামাল শুণ্য পিকআপটি আটকে নন্নীতে আনা হয়।

এদিকে পিকআপ ভ্যান আটকা পড়েছে খবরে পাচারকারী সিন্ডিকেটের ৫ সদস্য নন্নী বাজারে আসে। এসময় দু’জন পালিয়ে গেলেও সাদ্দাম হোসেন, হাবিবুর রহমান ও হাফিজুর রহমানকে আটকে উত্তম-মধ্যম দেয় স্থানীয়রা। পরে পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। তবে অবৈধ কোন পণ্য না পাওয়ায় জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

কেকে/এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মন্দিরের দরজা ভেঙে প্রতিমাসহ স্বর্ণের মুকুট চুরি
ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছিল আ. লীগ: মির্জা ফখরুল
ক্যান্সারে পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন নুর আলম
গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো
গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান

সর্বাধিক পঠিত

নিপুণকে সিলেট বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল পুলিশ
জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে আটক যুবক
পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম
লামায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
বিদ্যুৎ না থাকলেও মিটারে বেশি বিল আসার কারণ জানাল বিএন্ডটি

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝