বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফটিকছড়ি থানা শাখার নব গঠিত কমিটিতে রাখা হয়েছে চাঁদাবাজির দায়ে 'বিতর্কিত' শ্রমিক লীগ নেতা মো. সরওয়ার উদ্দিনকে।
গত ৪ নভেম্বর ফটিকছড়ি সদর বিবিরহাট বাজারে চাঁদাবাজি করার সময় এ নেতাকে হাতেনাতে ধরে পুলিশ দেয় বিএনপির কয়েকজন নেতাকর্মী। এ নিয়ে বিএনপি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনাও ঘটে। পরে, চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরুদ্ধ করে রাখে দু'পক্ষের নেতাকর্মীরা।এসময় উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনা দু'পক্ষের কয়েকজন নেতাকর্মী গুরুত্ব আহত হয়।
জানা যায়, গত ২৪ ডিসেম্বর( মঙ্গলবার) ফটিকছড়ি সদরের একটি কমিউনিটি সেন্টারে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলনে গাজী মো. বেলাল উদ্দিনকে সভাপতি ও এম এ জাফরকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। ৩৯ সদস্য বিশিষ্ট এ কমিটিতে উপজেলার পাইন্দং ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. সরওয়ার উদ্দিনকে ট্রেড ইউনিয়ন সম্পাদক করা হয়। এ নিয়ে ফটিকছড়ি জুড়ে বইছে সমালোচনার ঝড়।
এ ব্যাপারে মো. সরওয়ার উদ্দিনকে মুঠোফোনে যোগাযোগ করা করে তিনি বলেন, ‘আমি রাজনীতির বিষয়ে কোন মন্তব্য করতে রাজি নই।’
সংগঠনটির নবাগত সভাপতি গাজী বেলাল উদ্দিনকে মুঠোফোন একাধিক ফোন করা হলে তিনি ফোন তুলেননি। তবে, সাধারণ সম্পাদক এম এ জাফর বলেন, ‘সরওয়ার উদ্দিন এক সময়ে শিবিরের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছেন। তার সাংগঠনিক দক্ষতা বিবেচনা করে কমিটিতে রাখা হয়েছে।’
ফটিকছড়ি থানা জামায়াতের আমির নাজিম উদ্দীনকে মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। পরে সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ ফোন রিসিভ করে মিটিং এ বিজি আছেন বলে ফোন রেখে দেন।
কেকে/এমএস