মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫,
১৮ চৈত্র ১৪৩১
বাংলা English

মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
শিরোনাম: চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রোববার      দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চরমোনাই পীর      ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল      অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা      ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত মৌলভীবাজার      রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত চীনের      
রাজনীতি
‘জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রথম কাজ হবে শিক্ষিত জাতি গঠন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৪:০৯ পিএম আপডেট: ২৮.১২.২০২৪ ৪:২৬ পিএম  (ভিজিটর : ১২২)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জামায়াতে ইসলামী প্রথমে একটি শিক্ষিত জাতি গঠনের উপর গুরুত্ব দেবে। তিনি বলেন, যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। কিন্তু দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসী তৈরি হয়েছে এমন শিক্ষানীতির মাধ্যমে, যা আদর্শ মানুষ গড়তে ব্যর্থ।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর পল্টনের একটি কনভেনশন হলে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আয়োজনে “জুলাই-আগস্ট বিপ্লবে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের স্মৃতিচারণ” শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান দুঃখ প্রকাশ করে বলেন, অন্তবর্তীকালীন সরকার আহতদের সুচিকিৎসার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। শহিদ পরিবার ও আহতদের পাশে জামায়াতে ইসলামী যে ভূমিকা রেখেছে, তা অন্য কোনো দল বা রাষ্ট্র করেনি। তিনি আরও বলেন, এই আন্দোলনের শহিদ ও আহতরা দলীয় সম্পদ নয়, তারা জাতীয় সম্পদ।

তিনি আরও অভিযোগ করেন, সরকারের ক্ষমতার মোহে জনগণ হত্যার নির্দেশ দেওয়া হচ্ছে। জামায়াতে ইসলামী একক দল বা ব্যক্তির শাসন নয়, গণতন্ত্রকামী সব দলের সমন্বয়ে একটি কল্যাণকর সরকার গঠনের পক্ষে।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা আবদুল হালিম বলেন, ১৯৪১ সাল থেকেই জামায়াতে ইসলামী ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানকে ধারণ করে চলছে। আমরা ইনসাফ এবং মানবিক সমাজ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। জনগণ যদি আমাদের একবার সুযোগ দেয়, তবে আমরা সেই স্বপ্নের বাস্তবায়ন করব।

ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, আহত ও শহিদ পরিবারগুলোর প্রতি আমাদের সহমর্মিতা অব্যাহত থাকবে। আমরা ইতোমধ্যে আহতদের চিকিৎসা এবং শহিদ পরিবারদের আর্থিক সহায়তা দিয়ে কিছুটা দায়িত্ব পালন করেছি। তাদের প্রত্যাশা পূরণে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আন্দোলনের সময় আহত এবং পঙ্গুত্ব বরণকারীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। ২ বছর বয়সী রাফসানের মা, প্লাম্বার মিস্ত্রি আল-আমীন, অটোরিকশা চালক আল-আমীন, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজুল ইসলামসহ আরও অনেকে তাদের দুঃখ-দুর্দশা এবং আন্দোলনের প্রেক্ষাপট বর্ণনা করেন। তারা বলেন, আমরা কোনো ব্যক্তিগত লাভের জন্য আন্দোলনে যাইনি। আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদমুক্ত একটি বাংলাদেশ। কিন্তু রাষ্ট্র আমাদের চিকিৎসা এবং ন্যায্য বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

তারা আরও দাবি করেন, আহতদের চিকিৎসা নিশ্চিত না করে তাদের অবহেলিত অবস্থায় রাখা হয়। অনেক আহত চিকিৎসার অভাবে প্রাণ হারিয়েছে। যারা মারা গেছে, তাদের জন্য বলা হয়, উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে, কিন্তু সেটা মৃত্যুর পর কেন?

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডা. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী ড. আব্দুল মান্নান, মুহাম্মদ দেলোয়ার হোসাইন, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, এবং বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্যে আয়োজকরা জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য বৈষম্য, দুর্নীতি, এবং দখলদারিত্বমুক্ত একটি কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে জনগণের সমর্থন কামনা করেন।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ জামায়াতে ইসলামী   ডা. শফিকুর রহমান  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছাবার্তা পাঠালেন মোদি
সুন্দরগঞ্জে ঈদ পুনর্মিলনী, ঐক্য, আনন্দ ও সংস্কৃতির মিলনমেলা
ড. ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ
মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়াল, ৭ দিনের জাতীয় শোক
আমরা দেশে শান্তি চাই, কারো ভয়ে যাতে ভীত হতে না হয়: প্রধান উপদেষ্টা

সর্বাধিক পঠিত

শৈশবের ঈদ বনাম আধুনিক ঈদ
ঈদের কেনাকাটার আনন্দে নতুন জুটি, আসছে ‘ঈদ শপিং’
মাদক সেবীদের পক্ষ নিয়ে সাংবাদিক পেটালেন যুবদল নেতা গেন্দা
নালিতাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ জনের কারাদণ্ড
সাংবাদিক মন্জুর ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে এমপি প্রার্থী আইউবী

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close