দ্বীনি শিক্ষাকে অধিকতর গুরুত্ব দিতে হবে, সহীহভাবে কুরআন শিক্ষায় সন্তানদের শিক্ষিত করা খুবই প্রয়োজন, তাহলেই ভবিষ্যৎ প্রজন্ম তাদের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারবে, চট্টগ্রামের লোহাগাড়ায় দারুল কুরআন মডেল মাদ্রাসার উদ্বোধনকালে এমনটাই মন্তব্য করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী আমীর, সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মাস্টারহাট সংলগ্ন এলাকায় দারুল কুরআন মডেল মাদ্রাসার এ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
তরুণ আলোচক হাফেজ মাওলানা মুছা তুরাইনদর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক, বাংলাদেশ সেনাবাহিনী (অবঃ) সার্জেন্ট আশাদুল আলম চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি এ্যাটর্নী জেনারেল, লোহাগাড়া উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খাঁন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান, লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান, আশশেফা হাসপাতালের পরিচালক নুরুল হক, দাতা সদস্য আল্লাহর দান চাল ভান্ডারের স্বত্বাধিকারী আলহাজ্ব মো, নাছির উদ্দিন সওদাগর, দাতা সদস্য ডা. কফিল উদ্দিন, দক্ষিণ সাতকানিয়া গোলামবারি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৯৭ ব্যাচ সভাপতি এনামুল হক, বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের লেকচারার মো. আকতার উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য মাস্টার জাহাঙ্গীর আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।
দারুল কুরআন মডেল মাদরাসার এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে না পারলে অন্যান্য সব শিক্ষায় বৃথা। সন্তানদের সহীহভাবে কুরআন শিক্ষা দিতে হবে। দ্বীনি ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারলেই সমাজ ও জাতি এ প্রজন্ম থেকে ভবিষ্যতে ভাল ও উত্তম কিছু আশা রাখতে পারবেন।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক, বাংলাদেশ সেনাবাহিনী (অবঃ) সার্জেন্ট আশাদুল আলম চৌধুরী বলেন, সমাজে কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য এ মহৎ উদ্যোগ হাতে নিয়েছি, সবার সহযোগিতায় সমাজের প্রতিটি ঘরে দ্বীনি আলো পৌঁছে দিতে পারবো।
তিনি আরও বলেন, যে সকল পরিবারের আর্থিক সমস্যার কারণে সন্তানদের পড়াশোনা করতে পারছেন না, তাদের জন্য প্রয়োজনে সম্পূর্ণ ফ্রিতে এ প্রতিষ্ঠানে পড়ামোনার সুযোগ করে দেবো।
কেকে/এএম