জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রংপুরের গঙ্গাচড়া উপজেলার আহত ব্যক্তিদের সাথে কুশল বিনিময় ও খোঁজখবর নিয়েছেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ হাসান মৃধা।
শনিবার (২৮ ডিসেম্বর) উপজেলার আহত পাঁচ ব্যক্তি আব্দুর রহমান (১২), মনোয়ারুল ইসলাম (২১), মফিজুল ইসলাম (২১) শাহাদাত হোসেন সাব্বির (১৯) ও গোলাম রব্বানি (৩৪) এর বাড়িতে গিয়ে কুশল বিনিময় ও তাদের পরিবারের খোঁজখবর নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা প্রদান করে সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মিসবাহ উল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কেকে/এইচএস