নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুরে বিএনপি কর্মী কবির হোসেন (৩৭) কে গুলি করে এবং গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের পর কবির হোসেনের মা আনোয়ারা বেগম বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় পাঁচ থেকে ছয়জন আসামি করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত শুক্রবার দুপুরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের সুজায়েতপুর গ্রামে, যেখানে কবির হোসেন সিএনজিচালিত অটোরিকশায় আসার সময় একদল মুখোশধারী অস্ত্রধারী সন্ত্রাসী তাকে গুলি করে। মাটিতে পড়ে যাওয়ার পর দুর্বৃত্তরা তার পায়ের রগ ও গলা কেটে তাকে হত্যা নিশ্চিত করে। এরপর সন্ত্রাসীরা অটোরিকশায় পালিয়ে যায়।
হত্যাকাণ্ডের পর পুলিশ অভিযানে নামে এবং এজাহারনামীয় তিনজনসহ মোট তিন আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, শাহ আলম (৫৪), মো. সহিদ ওরফে কালাম (৪০), এবং কাউছার আলম (৪০)। শনিবার দুপুরে তাদের নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, হত্যাকাণ্ডের পর পরই পুলিশ একাধিক দল গঠন করে অভিযানে নামে। এ পর্যন্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
কেকে/এএম