বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অর্ন্তবর্তীকালীন সরকার যদি জনআকাঙ্খার বাইরে গিয়ে অন্য কোনো এজেন্ডা নিয়ে কাজ করে, তবে দেশের মানুষ তা মেনে নেবে না।
শনিবার (২৮ ডিসেম্বর) রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের রাজশাহী বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে রিজভী বলেন, যেসব রাজনৈতিক দলের ভোটের সংখ্যা বেশি নয়, তারা আনুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রস্তাব করছে। এমন কোনো পদ্ধতির মাধ্যমে ষড়যন্ত্র হলে, তা দেশের মানুষ ধ্বংস করে দেবে। তিনি আরও বলেন, ভোটারদের পছন্দ অনুযায়ী জনপ্রতিনিধি নির্বাচিত হতে হবে, আর এ জন্য কোনো ধরনের ষড়যন্ত্র করা উচিত নয়।
রিজভী সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, শেখ হাসিনার সরকার গুম-খুনের সরকার। রাষ্ট্রকে অপরাধী বানিয়ে ফ্যাসিস্ট শাসন কায়েম করেছে শেখ হাসিনা, আর এর সমর্থন দিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। তিনি উল্লেখ করেন, ৫ মে রাতে শেখ হাসিনার সরকার কত আলেম-ওলামাকে খুন করেছে, তার হিসাব এখনও পাওয়া যায়নি।
এছাড়া, রিজভী দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন। তিনি বলেন, চাল, চিনি ও আলুর দাম এখনও কমেনি। গত বছরের মতো এবারও ভারত থেকে আলু আমদানি করতে হতে পারে। তাহলে মানুষ কী বলবে, ড. ইউনূস সাহেবের সরকারকে সমর্থন দিয়ে কী লাভ হলো?
তিনি আরও বলেন, আনুপাতিক নির্বাচন ব্যবস্থা তৃণমূলের মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, তারা এটি প্রস্তাব করছেন। এই পদ্ধতি দেশবাসী মেনে নেবে না।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন। প্রধান বক্তা ছিলেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক কাজী মাওলানা সেলিম রেজা।
এছাড়া, সমাবেশে রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা বক্তব্য রাখেন।
কেকে/এএম