মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার আঙ্গারিয়া (হাসপাতাল রোড) এলাকার সিসটেক বিডি আইটি সল্যুশন নামে একটি প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
গত ২৬ ডিসেম্বর দুপুরে ১৫-২০ জন সন্ত্রাসী চায়নিজ কুড়াল, দা, এবং লোহার রড নিয়ে প্রতিষ্ঠানে হামলা চালায়। হামলার ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক রাশেদ মাহমুদসহ ৩ জন আহত হয়েছেন।
প্রতিষ্ঠানের মালিক রাশেদ মাহমুদ সিংগাইর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন, যেখানে ৪ জনের নামসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে জানানো হয়, হামলাকারীরা প্রথমে প্রতিষ্ঠানে প্রবেশ করে এবং রাশেদ মাহমুদ, তার ভাতিজা অপু বেপারী, ইমরুল হাসান ও শবনব মাহমুদকে মারধর করে। পরে তারা ক্যাশবাক্স থেকে ৮১ হাজার টাকা এবং প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। হামলাকারীরা প্রতিষ্ঠানটির গ্লাস, টেবিল, চেয়ার, কম্পিউটার, সিসি ক্যামেরা ও মনিটরসহ বিভিন্ন সামগ্রী ভেঙে ফেলে।
রাশেদ মাহমুদ জানান, কয়েক মাস ধরে তাকে হুমকি দেওয়া হচ্ছিল যে সন্ত্রাসীরা ব্যবসাটি পরিচালনা করবে, এবং ওই হুমকির প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে হামলা চালানো হয়। হামলার পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএম