শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পরিদর্শন করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত তিন পরিবারের মাঝে ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
আনছার উদ্দিন এ সময় বলেন, অগ্নিকাণ্ডে তিনটি পরিবার একেবারে নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে। তাদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেওয়া সম্ভব নয়, তবে এই দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। উপজেলা প্রশাসনকে আহ্বান জানাচ্ছি, তারা যেন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা নেয়। পাশাপাশি বেসরকারি এনজিও সংস্থা এবং সমাজের বৃত্তবান ব্যক্তিরাও যেন সহায়তায় এগিয়ে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য হাবিজুর রহমান, ফয়জুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুব হোসেন তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মনসুর আলম, এবং অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুন লেগে পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামে তিনটি পরিবারের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
কেকে/এএম