ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৪ জনসহ ৬ জন নিহতের ঘটনায় দায়ী ঘাতক বাস চালক মোহাম্মদ নুরুদ্দিন (২৯) কে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মিজমিজি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, ২৭ ডিসেম্বর সকাল ৭টায় ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ধলেশ্বরী টোলপ্লাজায় ব্যাপারী পরিবহনের বেপরোয়া গতির বাস (ঢাকা মেট্রো ব-১৪-৫১৭০) নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার এবং একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ৬ জন নিহত হয়, তাদের মধ্যে ৪ জন প্রাইভেট কারের যাত্রী এবং মোটরসাইকেলে ছিলেন এক নারী ও তার ৭ বছর বয়সী ছেলে। এছাড়াও ১০ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
ঘাতক চালক নুরুদ্দিনের বিরুদ্ধে তদন্ত শুরু হলে, র্যাব-১১ এর সহযোগিতায় সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। নুরুদ্দিন ভোলার দৌলতখান জয়নগর এলাকার মো. রফিকের ছেলে।
এছাড়া, র্যাব জানায়, নুরুদ্দিন ১০ বছর ধরে বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন গাড়ি চালাচ্ছিল। তার ড্রাইভিং লাইসেন্স ২ বছর ধরে মেয়াদোত্তীর্ণ ছিল এবং বাসটির কোনো ফিটনেস সনদ ছিল না।
কেকে/এএম