বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুন্দরগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৫-২৬ সেশনের জন্য বদরুল আমিনকে সভাপতি, হারুন মিয়াকে সাধারণ সম্পাদক ও আব্দুল ওহাবকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কাউন্সিল উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. গোলাম রব্বানী।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বদরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও শ্রমিক বার্তার নির্বাহী সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক আবুল হাসেম বাদল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুন্নবী প্রধান, সাধারণ সম্পাদক আবুল হাসান মো. নয়া মিয়া, উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু, সেক্রেটারি আতাউর রহমান, সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম সরকার, বগুড়া শহর আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব বিভাগের সভাপতি ইব্রাহিম আলী সরকার, উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজাহান মিঞা, সাংবাদিক খিজির উদ্দিন, মাটিকাটা শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সর্বানন্দ ইউনিয়ন সভাপতি এসএম শাহজাহান কবির প্রমুখ।
পরে উপস্থিত ডেলিগেট সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৫-২৬ সেশনের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন করা হয়।
কেকে/এএম