গায়িকা সোনা মহাপাত্র সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী ও বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চনের ব্যক্তিত্বের পরিবর্তন নিয়ে মন্তব্য করেছেন।
সোনা জানান, বিশ্বসুন্দরী খেতাব জেতার আগের ঐশ্বর্যাকে তিনি চিনতেন এবং তার সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও মিষ্টি ব্যবহারে মুগ্ধ ছিলেন। তবে পরে বলিউডে কাজ শুরু করার পর ঐশ্বর্যার কথাবার্তায় একটি কূটনৈতিক স্বভাব লক্ষ্য করেন, যা তাঁর পুরনো স্বভাবের সঙ্গে একেবারে মিল ছিল না।
সোনা বলেন, যখন প্রথম ঐশ্বর্যাকে দেখি, ও ছিল অত্যন্ত চটপটে, স্বপ্রতিভ এবং অকপট। কিন্তু পরে ওকে এমনভাবে কথা বলতে শুনেছি, যা অনেক বেশি কূটনৈতিক ও মিতভাষী। সম্ভবত এই জগতের জন্যই ও নিজের স্বভাবকে এমনভাবে বদলেছে।
ঐশ্বর্যার ক্যারিয়ারের শুরুতে স্থাপত্যবিদ্যা নিয়ে পড়াশোনার ইচ্ছা থাকলেও পরে তিনি মডেলিংয়ে মনোনিবেশ করেন।
উল্লেখ্য, ১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর খেতাব জেতার পর মণি রত্নমের একটি তামিল সিনেমার মাধ্যমে তার অভিনয়ের যাত্রা শুরু হয়। এরপর তিনি বলিউডে নিজের জায়গা করে নেন এবং আজও তার জনপ্রিয়তা অক্ষুণ্ণ।
কেকে/এএম