বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫,
২৬ পৌষ ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
শিরোনাম: লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া      রাজউকের প্লট নিয়ে শেখ হাসিনার পরিবারের ক্ষমতা অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক      রাফির অ্যাকাউন্টে ৩২ কোটি টাকা লেনদেনের খবর, যা বললেন হাসনাত      রংপুরে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করা এসপি শাহজাহানের শাস্তি দাবি      জুলাই বিপ্লবের প্রেরণা নিয়ে বৈষম্যবিহীন রাষ্ট্র চাই: সারজিস      দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র, জরুরি অবস্থা জারি      মোবাইল-মানিব্যাগ নিজ দায়িত্বে রেখে পুলিশকে সহযোগিতার অনুরোধ      
খেলাধুলা
ছেলের সেঞ্চুরিতে বাবার চোখে আনন্দাশ্রু
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৩ এএম  (ভিজিটর : ৪২)
ফাইল ছবি

ফাইল ছবি

২১৭ রানে নেই সাত উইকেট। ফলো-অনে পড়ার শঙ্কায় তখন ভারত। এমন কঠিন পরিস্থিতিতে ক্যারিয়ারের প্রথম টেস্ট শতকে দলের ত্রাতা হলেন নিতিশ কুমার রেড্ডি। তাকে দারুণ সঙ্গ দেওয়া আরেক অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর করলেন ফিফটি। অষ্টম উইকেটে তাদের ১২৭ রানের জুটিতে অস্ট্রেলিয়াকে হতাশ করে বক্সিং ডে টেস্টে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা।

নয় উইকেটে ৩৫৮ রান নিয়ে শনিবার মেলবোর্ন টেস্টের বৃষ্টিবিঘ্নিত তৃতীয়দিন শেষ করা ভারত এখনো পিছিয়ে ১১৬ রানে। আটে নেমে সেঞ্চুরি উপহার দেওয়া ২১ বছর বয়সি নিতিশ অপরাজিত ১০৫ রানে। অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করা ভারতের তৃতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার তিনি।

বিশাখাপত্তম থেকে উঠে আসা নিতিশের আন্তর্জাতিক অভিষেক গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে টি ২০ সিরিজ দিয়ে। টেস্ট অভিষেক চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে। লোয়ার অর্ডারে ব্যাট করেও সিরিজে এখন পর্যন্ত ছয় ইনিংসে ৭১ গড়ে ২৮৪ রান করেছেন নিতিশ, ভারতের হয়ে যা সর্বোচ্চ। কাল শেষ সেশনে ওয়াশিংটন ৫০ রানে আউট হওয়ার পর জাসপ্রিত বুমরা শূন্য রানে ফিরলে ৯৯ রানে থাকা নিতিশের সেঞ্চুরি পড়ে যায় শঙ্কায়।

প্যাট কামিন্সের ওই ওভারের শেষ তিন বল নিরাপদে কাটিয়ে নিতিশকে স্বস্তি দেন মোহাম্মদ সিরাজ। পরের ওভারে স্কট বোল্যান্ডকে চার মেরে তিন অঙ্কে পা রাখেন নিতিশ। হাঁটু গেড়ে বসে, ব্যাটের ওপর হেলমেট রেখে করেন উদ্যাপন। টিভি ক্যামেরায় দেখা যায় গ্যালারিতে থাকা নিতিশের বাবা মুতিয়ালা রেড্ডির চোখে আনন্দাশ্রু। তার আত্মত্যাগেই নিতিশ আজ এখানে।

শৈশবে পেশাদার ক্রিকেটার হওয়ার ইচ্ছা ছিল না নিতিশের। কোচরাও বলে দিয়েছিলেন, তাকে দিয়ে হবে না। কিন্তু নিতিশের বাবা ছিলেন স্বপ্নবাজ মানুষ। ছেলেকে ক্রিকেটার বানানোর জন্য চাকরি ছেড়ে দেন তিনি। পরের গল্পটা নিতিশ নিজেই জানালেন, ‘আমার সাফল্যের গল্পটা আসলে বাবার আত্মত্যাগের। আমি ক্রিকেট নিয়ে শৈশবে তেমন সিরিয়াস না হলেও আমার জন্য বাবা চাকরি ছেড়েছিলেন। একদিন দেখি, পারিবারিক আর্থিক সংকটের কারণে তিনি কাঁদছেন। তখনই প্রথম মনে হলো, এভাবে চলতে পারে না। আমাকে কিছু একটা করতে হবে। আমি ক্রিকেটে সিরিয়াস হলাম।’

বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট দেখতেই শুধু স্ত্রী ও মেয়েকে নিয়ে অস্ট্রেলিয়ায় এসেছেন মুতিয়ালা। সেই ম্যাচেই ছেলে পেলেন প্রথম সেঞ্চুরি। গর্বিত মুতিয়ালা ধরা গলায় বললেন, ‘অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে তাদের মাঠে প্রথম সেঞ্চুরি। অবশ্যই এটা বিশেষ দিন। নিতিশের সেঞ্চুরির একটু পরই আলোকস্বল্পতায় দিনের খেলার অকাল সমাপ্তি ঘটে।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  নিতিশ কুমার রেড্ডি   অস্ট্রেলিয়া-ভারত  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলার নেতৃত্বে পুনরায় সোহেল—শামছুল হুদা
লোহাগাড়া ইসলামি ছাত্র মজলিসের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
লামায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
বিষাক্ত শীতলক্ষ্যার কাছে যেতেও ভয় পায় মানুষ: ডিসি মাহমুদুল হক
বৈশ্বিক পাসপোর্ট সূচকে ফিলিস্তিনের সঙ্গী বাংলাদেশ

সর্বাধিক পঠিত

রাতে জ্বলে না সড়ক বাতি, নিরাপত্তার ঝুঁকিতে পৌরবাসী
রাফির অ্যাকাউন্টে ৩২ কোটি টাকা লেনদেনের খবর, যা বললেন হাসনাত
‘শহিদদের স্বপ্নের ক্যাম্পাস গড়ুন অথবা দায়িত্ব ছেড়ে দিন’
নীলসাগর গ্রুপের আয়োজিত এসপিএল ফাইনালে চ্যাম্পিয়ন শাহীপাড়া ক্যাপিটালস
জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সাথে মতবিনিময় সভা

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝