কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। হিলি স্থলবন্দরে ৯০ টাকা দরের ভারতীয় পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায়। আমদানিকারকরা বলছেন, ধীরে-ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বাজার।
এদিকে ভারত সরকারের পক্ষ থেকে, পেঁয়াজ রফতানিতে শুল্ক প্রত্যাহার করে নেওয়ার আভাস মিলেছে। ব্যবসায়ীরা জানান, ভারতের মোকামে নতুন জাতের সরবরাহ বেড়েছে। যার প্রভাব পড়েছে দামে।
অপর দিকে শুরুর দিকে নতুন আলুর দাম ২০০-৩০০ টাকা প্রতি কেজি হলেও বর্তমানে ৩৫ থেকে ৪০ টাকায় আলু পাওয়া যাচ্ছে।
এদিকে, খোলাবাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ বেড়েছে। আগামী দুই-এক সপ্তাহের মধ্যে ভারতীয় জাতের দাম আরও কমে আসতে পারে।
কেকে/এআর