আটঘরিয়ায় বাঁশঝাড়ে কিশোরী খুন, প্রধান আসামী গ্রেফতার
মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা)
প্রকাশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১২:০৫ পিএম (ভিজিটর : ৭৩)
ছবি: প্রতিনিধি
গত ২৪ ডিসেম্বর দুপুরে পাবনার আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামের বাঁশঝাড় থেকে তমা খাতুন (১৬) নামে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় গত ২৫ ডিসেম্বর আটঘরিয়া থানায় একটি মামলা হয়। সেই মামলার প্রধান আসামী সাবেক ইউপি সদস্য মো. আদম আলীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলার সদর থানার আশেকপুর বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামী মোঃ আদম আলীকে গ্রেফতার করে র্যাব-১২ পাবনা এবং র্যাব-১৪ টাঙ্গাইল র্যাবের একটি যৌথ আভিযানিক দল।
গ্রেফতার আদম আলী আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামীকে পাবনা জেলার আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান।
কেকে/এআর