ভারতের ডানহাতি পেসার জাসপ্রিত বুমরাহ টেস্ট ক্রিকেটে নিজের নাম আরও উজ্জ্বল করেছেন। মেলবোর্নে চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টে তিনি রেকর্ড গড়ে নিয়েছেন ক্যারিয়ারের ২০০তম উইকেট। এই কীর্তি অর্জনের পথে বুমরাহ বিশ্ব ক্রিকেটে একমাত্র বোলার হিসেবে টেস্টে ২০ রানের কম ইকোনমি (১৯.৫৬) নিয়ে ২০০ উইকেট শিকারের ইতিহাস গড়েছেন।
বল সংখ্যার হিসাবে বুমরাহ চতুর্থ দ্রুততম বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট শিকার করেছেন। এছাড়া ম্যাচের হিসাবে যৌথভাবে দশম দ্রুততম। এই অসাধারণ অর্জনটি এসেছে মেলবোর্নের মাঠে যেখানে তার বোলিং তোপে ৯১ রানেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়েছে অস্ট্রেলিয়া।
ভারতের প্রথম ইনিংসে ১০৫ রানের লিডের পর দলীয় ৩৬৯ রানে অলআউট হয় সফরকারীরা। নিতীশ কুমার রেড্ডি নিজের অভিষেক টেস্টেই দুর্দান্ত সেঞ্চুরি করেন। ১৮৯ বলে ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে তিনি ১১৪ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড এবং নাথান লায়ন প্রত্যেকে তিনটি করে উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দলীয় ২০ রানেই ওপেনার স্যাম কনস্টাসকে হারায়। এই ব্যাটার প্রথম ইনিংসে বুমরাহ’র বিরুদ্ধে ৬০ রানের ইনিংস খেললেও এবার মাত্র ৮ রানে আউট হন। এরপর মোহাম্মদ সিরাজের বলেও একের পর এক উইকেট পড়ে।
দলীয় ৮০ থেকে ৯১ রানের মধ্যে অস্ট্রেলিয়া হারায় চারটি গুরুত্বপূর্ণ উইকেট, যার মধ্যে তিনটি এসেছে বুমরাহ’র হাত ধরে। ২০০তম উইকেটটি আসে ট্রাভিস হেডকে মাত্র ১ রানে আউট করার মাধ্যমে। এছাড়া মিচেল মার্শ এবং অ্যালেক্স ক্যারিকে আউট করে টেস্টে নিজের উইকেট সংখ্যা ২০২ এ নিয়ে গেছেন এই ভারতীয় পেসার।
মেলবোর্ন টেস্টের এই চতুর্থ দিনে সিরিজের উত্তেজনা চরমে। ভারতের বোলিং আক্রমণে অস্ট্রেলিয়া ব্যাকফুটে থাকলেও ম্যাচের ফলাফল এখনো উন্মুক্ত। বুমরাহ এবং সিরাজের দুর্দান্ত পারফরম্যান্স ভারতের জয়ের সম্ভাবনা জাগিয়েছে।
সর্বনিম্ন গড়ে ২০০তম টেস্ট উইকেট
জাসপ্রিত বুমরাহ ৩৯১২ রান (গড় ১৯.৫৬)
জোয়েল গার্নার ৪০৬৭ রান (গড় ২০.৩৪)
শন পোলক ৪০৭৭ রান (গড় ২০.৩৯)
বলের হিসাবে দ্রুততম ২০০ টেস্ট উইকেট
ওয়াকার ইউনিস– ৭৭২৫
ডেল স্টেইন– ৭৮৪৮
কাগিসো রাবাদা– ৮১৫৪
জাসপ্রিত বুমরাহ– ৮৪৮৪
ম্যালকম মার্শাল– ৯২৩৪
ভারতের হয়ে দ্রুততম ২০০ টেস্ট উইকেট
জাসপ্রিত বুমরাহ– ৮৪৮৪ বল
মোহাম্মেদ শামি– ৯৮৯৬ বল
রবিচন্দ্রন অশ্বিন– ১০২৪৮ বল
কপিল দেব– ১১০৬৬ বল
রবীন্দ্র জাদেজা– ১১৯৮৯ বল
কেকে/এআর