''এই শহর আমার, এই দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার" এ প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটের কালাইয়ে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
উপজেলা প্রাঙ্গণকে ময়লা আবর্জনা মুক্ত রাখতে এ পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করেছে কালাই উপজেলা প্রশাসন। দিনব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযানে বিডি ক্লিন কালাই এর সহযোগিতায় ২ শতাধিক স্বেচ্ছাসেবী এতে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, বিডি ক্লিনের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে, ঘর পরিষ্কার রাখা যেমন আমার দায়িত্ব ঠিক বাইরে পরিবেশকে পরিষ্কার রাখাও আমার দায়িত্ব। শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন এবং যানজটমুক্ত রাখতে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকার বিকল্প নেই। নিজের শহরকে বাসযোগ্য ও পরিচ্ছন্ন রাখতে প্রত্যেককে উদ্যোগী হতে হবে।
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে দিনব্যাপী অনুষ্ঠানে কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আক্তার জাহানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবিদ আবদুল্লাহ, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুর ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিনসহ প্রমুখ। উপজেলার বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উদ্বোধনের পর জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী উপজেলা পরিষদ চত্বরে একটি কাঠ বাদাম গাছ রোপণ করেন।
কেকে/এআর