সিলেটে হারিছ চৌধুরীর দেহাবশেষ, রাষ্ট্রীয় মর্যাদায় পুনর্দাফন
মুহাজিরুল ইসলাম রাহাত, সিলেট ব্যুরো
প্রকাশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৪:০৪ পিএম (ভিজিটর : ৪৯)
ফাইল ছবি
বিএনপির সাবেক প্রভাবশালী নেতা ও চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর দেহাবশেষ পুনর্দাফনের জন্য সিলেটে নিয়ে আসা হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে করে সিলেট নিয়ে আসা হয়।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আদমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলা দুইটায় সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এরপর তার নিজ বাড়ি সিলেটের কানাইঘাটে নিয়ে যাওয়া হবে। সেখানে নিজের প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে নির্ধারিত স্থানে দেহাবশেষ পুনর্দাফন করা হবে।
এদিকে, হারিছ চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় পুনর্দাফন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কানাইঘাট উপজেলা প্রশাসন। রোববার আসরের নামাজের পর ‘গার্ড অব অনার’ দিয় মরহুমের স্থাপিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে নির্ধারিত স্থানে দেহাবশেষ দাফন করা হবে।
কেকে/এআর