রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক হয়েছে।
শনিবার ( ২৯ ডিসেম্বর ) রাত ৮টার দিকে উপজেলার মর্ণেয়া ইউনিয়নের মৌভাষা এলাকায় মাদকদ্রব্য বিক্রি করা অবস্থায় তাদের গ্রেফতার করে পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার গজঘণ্টা ইউনিয়নের আরাজি জয়দেব গুচ্ছগ্রামের বকুল মিয়ার ছেলে মজমুল মিয়া (৩১) ও ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা সদর এলাকার মৃত তোরাব মিয়ার ছেলে আরিফ মিয়া (৩২)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান এর নির্দেশনায় এসআই(নিঃ) বেলাল হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স মাদক কারবারি দুজনকে ফেনসিডিল বিক্রয়কালে আটক করে। এ সময় মাদক কারবারিদের নিকট থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন, আটক মাদক কারবারিদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
কেকে/এইচএস