সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জে সড়কের ওপর ফুটবল খেলতে গিয়ে বাসচাপায় আবির আহমদ(১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের কামালগঞ্জ আব্দুল মতিন কমিউনিটি সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আবির আহমদ গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজর নবম শ্রেণির ছাত্র এবং বারঠাকুরী ইউপির দৌলতপুর গ্রামের বাহার উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি জানান, নিহত আবির ও তার সহপাঠীরা মিলে জকিগঞ্জ-সিলেট সড়কের ওপর ফুটবল খেলছিল। এ সময় সিলেটগামী দ্রুত গতির একটি বাস আবিরকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন।
খবর পেয়ে পুলিশ গিয়ে গাড়ি জব্দ করে। বাসের চালকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি।
কেকে/এজে