অসহায় শীতার্ত মানুষের শীত নিবারণে প্রতি বছরের মতো এ বছরও শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোটার্যাক্ট ক্লাব। এ কর্মসূচির আওতায় ১০০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের গ্যালারিতে রোটার্যাক্ট ক্লাবের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জানা যায়, ১৯৭৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই ক্লাবটি এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
রোটার্যাক্ট ক্লাবের সভাপতি রোটা. আফরিনা রওশন দিপ্তীর সভাপতিত্বে এবং রোটা. আসিফ মাহমুদের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। এছাড়াও অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আবুল মঞ্জুর খানসহ রোটার্যাক্ট ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. শহীদুল হক বলেন, বিজয়ের মাসে এ ধরনের মানবিক উদ্যোগকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান, হলের ফিস্টসহ অপ্রয়োজনীয় খাতে অর্থ অপচয় না করে নিজেদের পড়াশোনার পাশাপাশি এমন মানবিক কাজে অংশগ্রহণ করুন।
কেকে/এএম