ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ঢালে রোগীবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক সিএনজি যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় এক শিশুসহ আহত হয়েছে আরও পাঁচজন।
নিহত আছিয়া বেগম (৬৫)। তার বাড়ি খুলনা জেলায় বলে জানা গেছে। আহত ৫ জনের মধ্যে তাৎক্ষণিকভাবে আলেয়া খাতুন (৬০), শফিকুল ইসলাম (৬৫) ও অর্থি (১০) এর পরিচয় জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রবিবার (২৯ ডিসেম্বর) বিকাল চারটার দিকে মোগরাপাড়া চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে উল্টাপথে গজারিয়ার দিকে যাচ্ছিল একটি সিএনজি। পথিমধ্যে সিএনজিটি মহাসড়কের সোনারগাঁও অংশের মেঘনা সেতুর ঢালে আসলে ঢাকাগামী দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স সিএনজিটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় এক নারী। এ ঘটনায় দশ মাস বয়সী এক শিশুসহ আহত হয় আরও পাঁচজন।
দুর্ঘটনায় আহত আলেয়া খাতুন বলেন, গজারিয়া উপজেলায় আনোয়ার গ্রুপে আমার ছেলে রাকিব কাজ করে। ছেলের সাথে দেখা করতে বিয়াইন, ছেলের বউসহ পরিবারের সদস্যদের নিয়ে যাচ্ছিলাম আমি। পথিমধ্যে দুর্ঘটনার শিকার হই আমরা।আমি আর কিছু বলতে পারবো না।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্র জানা গেছে, সড়ক দুর্ঘটনায় আহত দুজন রোগী তাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন, শফিকুল ইসলাম (৬৫) ও অর্থি (১০)। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, এমন একটি ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থল নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলায় পড়েছে যা কাঁচপুর হাইওয়ে থানার অধীন। আপনারা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে পারেন।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর আমরা জেনেছি। শুনেছি বাকিরা চিকিৎসাধীন। বিস্তারিত পরে বলতে পারবো।
কেকে/এএম