শ্রীমঙ্গলে গতকাল রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৮ ডিসেম্বর সকাল ৯টায় শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান এসব তথ্য জানিয়ে বলেন, শ্রীমঙ্গলে তাপমাত্রা আরও নামবে। বাড়বে শীত।
এদিকে শীত জেঁকে বসায় কষ্ট বেড়েছে শ্রমজীবি ও খেটে খাওয়া মানুষের। বিশেষ করে উপজেলার চা বাগানগুলোতে শীতের তীব্রতা বেশি। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের চা শ্রমিকদের অবস্থা জবুথবু।
শীত জেঁকে বসায় ভিড় বেড়েছে শীতবস্ত্রের দোকানগুলোতে। লেপ-তোষকের দোকানিরা পার করছে ব্যস্ত সময়। শহরের সাইফুর রহমান মার্কেটের কাপড়ের দোকান, গরম কাপড় ও কম্বলের দোকানেও শীতার্ত মানুষের শীতবস্ত্র কেনার জন্য ভিড় করছেন।
এদিকে শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে শ্রীমঙ্গল উপজেলায় দরিদ্র মানুষের মধ্যে ৫৮০টি কম্বল বিতরন করা হয়েছে। সূত্র জানায়, ২-৩ দিনের মধ্যে উপজেলায় শীতার্ত মানুষের মাঝে আরও কম্বল বিতরন করা হবে।
কেকে/এএম