পাবনার আটঘরিয়ায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা মুস্তারি, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, আটঘরিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন খান, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন, এবং প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন।
উক্ত আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আটঘরিয়া উপজেলা সমন্বয়করা উপস্থিত ছিলেন।
কেকে/এএম