নীলফামারীর সৈয়দপুরে উর্দুভাষী ক্যাম্পে বসবাসরতদের পুনর্বাসন, বিনামূল্যে বিদ্যুৎ ও পানি সুবিধা বহাল রাখা এবং পুনর্বাসন না হওয়া পর্যন্ত রেলের জমি থেকে উচ্ছেদ বন্ধসহ চার দফা দাবিতে দিনব্যাপী অনশন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে শহিদ স্মৃতি অম্লান চত্বরে এ কর্মসূচি পালন করে স্ট্যান্ডার্ড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটির (এসপিজিআরসি) সৈয়দপুর শাখা।
কর্মসূচিতে সৈয়দপুরে উর্দুভাষী ২৩টি ক্যাম্পে বসবাসরত অর্ধশতাধিক নারী-পুরুষ অংশ নেন।
সংগঠনের সভাপতি মো. রেয়াজ আকবরের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে বক্তৃতা করেন সহ-সভাপতি মো. মোক্তার, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মো. মোবারক ও মো. মোক্তার হোসেন পাপ্পু, প্রচার সম্পাদক মো. জাফর এবং নয়াবাজার ক্যাম্পের বাসিন্দা সনি বেগম।
এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য দেন সৈয়দপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু ও পৌরসভার সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন গুড্ডু।
বক্তারা বলেন, দেশ স্বাধীনের পর থেকে সরকার উর্দুভাষী ক্যাম্পে বিনামূল্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ করে আসছে। কিন্তু পুনর্বাসন না করেই এসব সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বৈষম্যমূলক। তাই পুনর্বাসন ও মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ ও পানি সুবিধা অব্যাহত রাখার দাবি জানাই।
কেকে/এএম