ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে অনুষ্ঠিত হলো শীতকালীন পিঠা উৎসব ২০২৪।
শনিবার (২৮ ডিসেম্বর) রাতে পৌরসভার আলীয়াবাদ হোপ প্রধান কার্যালয়ে আয়োজিত এই উৎসবে গ্রামীণ পিঠার ঐতিহ্য ও স্বাদের মেলবন্ধন ছিল উল্লেখযোগ্য।
হোপ কার্য নির্বাহী পর্ষদের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ড. তৌফিকুল ইসলাম মিথিল। উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী উদ্বোধন করেন, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সাবেক সদস্য রাজিব আহসান চৌধুরী পাপ্পু, এডাব ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি এস এম শাহীন ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ উৎসবে প্রদর্শিত হয় ভাপা, চিতই, পাটিসাপটা, দুধ চিতই, নারিকেল পুলি, তিলপিঠাসহ ৭১ ধরনের ঐতিহ্যবাহী গ্রামীণ পিঠা।
আয়োজকদের মতে, এই পিঠা উৎসব শুধু খাবারের প্রদর্শনী নয়; এটি আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে ধরে রাখার একটি প্রচেষ্টা। নতুন প্রজন্মের মধ্যে এই ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরতে তারা প্রতিবছর এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন।
কেকে/এএম