চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে ছেংগারচর বাজারস্থ বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি থানা রোডসহ প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
মিছিলকারীরা স্লোগান দিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং দাবি করেন যে বিএনপি জনগণের আস্থার দল হয়ে উঠেছে, তাই তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। মিছিলকারীরা বিএনপির নেতা তানভীর হুদার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন।
এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আ. মান্নান লস্কর, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, চাঁদপুর জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার সগীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কেকে/এএম