কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
প্রতিষ্ঠানের সভাপতি জাহাঙ্গীর আলম ইব্রাহিমের সভাপতিত্বে এবং ঢাকা জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সহ-সভাপতি হাজী রুহুল আমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেল, রোহিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান, আবুল হাসনাতসহ স্কুলের শিক্ষক, অভিভাবক, সহকারী শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ
পরে কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।
কেকে/এএম