চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন থেকে অপহৃত ৭ বছরের শিশু সাঈদকে কক্সবাজার জেলার লিংক রোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। অভিযানে অপহরণকারী রিদোয়ানকেও আটক করা হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৩টায় লোহাগাড়া থানা ও কক্সবাজার সদর থানার পুলিশের যৌথ অভিযানে শিশু সাঈদকে উদ্ধার এবং রোহিঙ্গা যুবক রিদোয়ানকে আটক করা হয়। অপহরণকারী রিদোয়ান কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক কে/৯ এর বাসিন্দা আহমদ হোসেনের ছেলে।
অপহৃত সাঈদের বাবা জানান, কৃষি কাজের জন্য রিদোয়ানকে দিনমজুর হিসেবে তার বাড়িতে কাজের সুযোগ দেওয়া হয়। বাড়ির পাশের একটি রুমে থাকার অনুমতিও দেওয়া হয়। শনিবার (২৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে রিদোয়ান শিশু সাঈদকে নিয়ে পার্শ্ববর্তী চায়ের দোকানে যান। দীর্ঘ সময় পরও তারা ফিরে না আসায় পরিবার দুশ্চিন্তায় পড়ে। পরদিন লোহাগাড়া থানায় একটি অভিযোগ দাখিল করেন শিশুটির বাবা।
অভিযোগের ভিত্তিতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ তৎপরতা শুরু করে। বিশেষ তথ্যের ভিত্তিতে জানা যায়, রিদোয়ান কক্সবাজার লিংক রোড এলাকায় অবস্থান করছে। যৌথ অভিযানে শিশুটি উদ্ধার এবং রিদোয়ানকে আটক করা হয়।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, অপহরণকারী রিদোয়ানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। অপহৃত শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
কেকে/এএম