বই পড়াকে তরুণদের মধ্যে আনন্দময় অভ্যাসে পরিণত ও অনুপ্রেরণা সৃষ্টিতে করতে কাজ করে যাচ্ছে যশোরের সপ্তাহে একটি বই পড়ি সংগঠনটি। এ লক্ষ্যে তারা আয়োজন করে নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠচক্র। বইয়ের বিষয়বস্তু ও প্রকৃতি পরিবেশের সাযুজ্যে মাঝে মাঝে আয়োজন করে বিশেষ ধরণের পাঠচক্র; যা প্রতিবেশ অধ্যয়ন নামে অভিহিত।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল তিনটায় যশোরের মোষহাটি, সুলতানপুরের বিপুল প্রসারিত হলুদময় সরিষাক্ষেতে মনোরম পরিবেশে বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ ‘অবরোধ-বাসিনী’ বইটি নিয়ে একটি ভিন্নতর প্রতিবেশ অধ্যয়ন অনুষ্ঠিত হয়েছে। বিস্তৃত নীলাকাশ, দূরদিগন্তে প্রকৃতির অবগুণ্ঠন, মিষ্টি নরম রোদে কোমল বাতাসের দোলায়, অবারিত হলুদ রঙের মোহনীয় সরিষাক্ষেত সংলগ্ন জায়গায় অনুষ্ঠিত হয় এ পাঠচক্র।
উন্মুক্ত ও প্রসারিত ও দিগন্তবিস্তৃত ফসলের মাঠে বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার অবরোধ-বাসিনী পাঠ ও প্রতিক্রিয়া আয়োজন অনন্য স্মৃতিময়তা সৃষ্টি করে। পাঠচক্রবন্ধু মুরাদ হোসেনের সঞ্চালনায় ও সালেহা সুলতানা ঊষার কণ্ঠে সূচনাসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর ‘তোমার খোলা হাওয়ায়’ পরিবেশনের মাধ্যমে আলোচনাপর্ব শুরু হয়। সংগঠনের সাধারণ সম্পাদক হরিদাস বিশ্বাসের স্বাগত বক্তব্যে সংগঠনের নানাবিধ কার্যক্রম চিত্র বিধৃত হয়।
আলোচনাপর্বে অংশগ্রহণ করে পঠিত বইয়ের আলোচনার পাশাপাশি নিজেদের ব্যক্তিজীবনের নানা বাঁধা প্রতিকূলতা পেরিয়ে শিক্ষাগ্রহণ কার্যক্রম চলমান রাখার গল্প শোনান পাঠচক্রবন্ধু হামিদা হিমু, সাদিয়া তাবাসসুম, মুসকান হাসান, লিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস ইলা, ইথিলা খাতুন।
এদিন একইসাথে পাঠচক্রবন্ধুদের লেখা সম্পাদনায় ও চিত্রায়ণে ‘সাহিত্য চর্চাপত্র’ তৃতীয় বর্ষ, ডিসেম্বর সংখ্যাটি প্রকাশিত হয়েছে। সংখ্যাটি সম্পাদনা করেন পাঠচক্রবন্ধু অপু দেবনাথ।
নির্ধারিত আলোচক হিসেবে বেগম রোকেয়ার জীবনী, সাহিত্যকর্ম ও সাহিত্য চর্চাপত্র নিয়ে আলোচনা করেন সপ্তাহে একটি বই পড়ির প্রতিষ্ঠাতা শাহ্জাহান কবীর, আলোক সহযাত্রী মনিরুল ইসলাম ও জাহিদ হোসেন।
কেকে/এএম