দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল তার অভিনয় যাত্রা শুরু করেছিলেন ছোট পর্দা থেকে। অভিনয়ের দক্ষতা ও মেধা দিয়ে ধীরে ধীরে বড় পর্দায় নিজের অবস্থান তৈরি করেন তিনি। বর্তমানে তার সাফল্যের ধারা অব্যাহত, যা তাকে পিছনে ফিরে তাকাতে দেয়নি।
সম্প্রতি ‘প্রিয়তমা’ সিনেমার মুক্তির পরে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। এ বিষয়ে ইধিকার মন্তব্য, যাদের বিপরীতে অভিনয় করেছি, সবার সঙ্গেই তো সম্পর্ক আছে।
তবে এসব গুজব নিয়ে তিনি বেশি চিন্তিত নন। তার ভাষ্য, আমাকে যারা ভালোবাসেন, তারা হয়তো আমাকে নিয়ে বেশি ভেবে ফেলছেন। তবে আমি একেবারে সিঙ্গেল।
ইধিকার মতে, খাদান সিনেমার শুটিং ছিল মজার ও স্মৃতিময়। দেব দা (দেব) লেগপুল করায় কাজের চাপ ভুলে গিয়েছিলাম। সবাই মিলে দারুণ আনন্দে কাজ করেছি।
অভিনেত্রী জানান, ছোটবেলায় তার অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল না। তবে অভিনয় শুরু করার পর থেকে বড় ক্যানভাসে কাজ করার স্বপ্ন দেখেছেন।
তিনি ভাগ্যে বিশ্বাসী এবং বলেন, ২০২৪ সালটা শেষ হওয়ার আগেই এত কিছু দিয়ে যাবে ভাবিনি। আমি সত্যিই ভীষণ লাকি।
কেকে/এএম