আগামীকাল ৩০ ডিসেম্বর পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের। শুরু থেকেই নতুন আঙ্গিকে বিপিএল আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন বোর্ড কর্তারা। এর ধারাবাহিকতায় এবার দর্শকদের জন্য ভিন্ন কিছু রাখার চেষ্টা করেছেন তারা।
রোববার (২৯ ডিসেম্বর) বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, বিপিএলে গ্যালারিতে থাকা দর্শকদের জন্য প্রতিদিনই থাকছে র্যাফেল ড্র’র মাধ্যমে একটি করে ই-বাইক জেতার সুযোগ।
জানা গেছে, লিগ পর্বের প্রতিটি ম্যাচ ডে’তে দিনের দ্বিতীয় খেলা শুরুর আগে অনুষ্ঠিত হবে র্যাফেল ড্র। এই ড্র’র মাধ্যমে বেছে নেওয়া হবে একজন সৌভাগ্যবান দর্শক, যিনি জিতবেন একটি ই-বাইক।
প্লে-অফ ম্যাচগুলোতে পুরস্কারের সংখ্যা আরও বাড়বে। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচের দিন পাবেন ২ জন। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে পাবেন ২ জন। ফাইনাল ম্যাচের দিন পাবেন ৩ জন।
এছাড়া বিপিএলে দর্শকদের জন্য বিনামূল্যে পানি পানের বুথেরও ব্যবস্থা রাখা হয়েছে।
কেকে/এএম