গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেছেন, পতিত স্বৈরাচারের দোসররা দেশে অন্তর্ঘাত তৈরির চেষ্টা করছে।
রোববার (২৯ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জোনায়েদ সাকী বলেন, শেখ হাসিনার রেজিমের সুবিধাভোগীরা ফের স্বৈরাচারকে ফেরাতে চক্রান্ত অব্যাহত রেখেছে। দাবি আদায়ের মাধ্যমে নানা জায়গায় চক্রান্ত করছে খুনির সমর্থকরা।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের চরম বৈষম্য শিকার এসব কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা।
এছাড়াও অনুষ্ঠান থেকে বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তর করাসহ তিন দফা দাবি জানানো হয়। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
কেকে/এইচএস