সিলেটের
গোলাপগঞ্জে ওয়াজ মাহফিলে একটি কমলা ২ লাখ টাকায় বিক্রি হয়েছে। গতকাল
শনিবার ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিলে নিলামে সেটি বিক্রি
হয়।
রোববার (২৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
স্থানীয়
লোকজন জানায়, শনিবার ঘোগারকুল ইসলামীয়া মহিলা মাদ্রাসা মাঠে আয়োজিত ওয়াজ
মাহফিলে অতিথি ছিলেন ভারত থেকে আগত আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানি
(রহ.)। মাহফিল চলাকালে এলাকার এক প্রবাসী আছজাদ আল মাদানীকে (রহ.) খাওয়ার
জন্য একটি কমলা দান করেন। এ সময় তিনি কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন।
আরও
জানা যায়, ওয়াজ মাহফিলে এক ব্যাক্তি অতিথিকে খাওয়ার জন্য কমলাটি দেন।
পরদিন সকালে অন্যান্য পণ্যের সঙ্গে কমলাটি নিলাম ডাকা হয়। কমলাটি ক্রয় করার
জন্য মদিনা ইউনিভার্সিটির সাবেক ডিন ইয়াকুব দেহলভী প্রথমে ৫ হাজার টাকা
দাম করেন। নিলামে আরও অনেকে কমলাটি ক্রয় করার জন্য পর্যায়ক্রমে দাম করতে
থাকেন। প্রায় আধাঘণ্টাব্যাপী নিলাম চলাকালে এক পর্যায়ে সর্বোচ্চ দাম দুই
লাখ টাকা দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদ্রাসার
প্রিন্সিপাল হজরত মাওলানা হাফিজ ইয়ামিন কমলাটি ক্রয় করেন।
কেকে/এএম