সিলেটের বিশ্বনাথে হামলা ও ভাঙচুরের মামলায় আত্মসমর্পণ করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২২ নেতা-কর্মীর মধ্যে ১৬ জনের জামিন ও ৬ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ধ্রুব জ্যোতি পাল। বিকেলে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল এ তথ্য নিশ্চিত করেন।
জামিন নামঞ্জুর হওয়া নেতাকর্মীরা হলেন- বিশ্বনাথের মুফতিরগাঁও গ্রামের আইয়ুব আলীর ছেলে উপজেলা যুবলীগ নেতা রাজন আহমদ অপু, জানাইয়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে উপজেলা যুবলীগ নেতা আবুল হোসেন, মুফতিরগাঁও গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন, কারিকোনা গ্রামের আব্দুল মতিনের ছেলে ছাত্রলীগ নেতা ফারাবী ইমন ইসলাম, জানাইয়া গ্রামের ইউনুছ আলীর ছেলে ছাত্রলীগ নেতা মাসুদ আহমদ রিপন, জানাইয়া গ্রামের মৃত সমর আলীর ছেলে ছাত্রলীগ নেতা কয়েছ আহমদ।
আসামী পক্ষের আইনজীবি ফাহেমা-আল জহুরা বলেন, মামলার ২২ জন আসামী আজ রবিবার আদালতে আত্মসমর্পণ করেন। তাদের মধ্যে বিচারক ১৬ জনের জামিন আবেদন মঞ্জুর এবং ৬ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে সকালে আদালতে একসাথে আত্মমর্পণ করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২২ নেতা-কর্মী।
মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট সিলেটের বিশ্বনাথে পৌর শহরস্থ আল-হেরা শপিং সিটি ভাংচুর-লুটের অভিযোগে ঘটনায় আল-হেরা শপিং সিটির চেয়ারম্যান ছাদেকুর রহমান বাদী হয়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৮৩ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। এছাড়া আরও ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা রাখা হয়।
কেকে/এএম