শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫,
১০ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: তারা ক্ষমতায় থাকলে রাজা, ক্ষমতা হারালে ইঁদুর: জামায়াত আমির       স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশমালা হস্তান্তর      জুলাই বিপ্লবের কৃতিত্ব জানালেন মির্জা ফখরুল      তাড়াশে গাছে গাছে আমের মুকুল ম-ম ঘ্রাণে মুখরিত       সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প      মুসলিম উম্মাহ’র শান্তি কামনার মধ্য দিয়ে চরমোনাই মাহফিল সমাপ্ত      সুনামগঞ্জে দুই গ্রুপের আধিপত্য, ১৪৪ ধারা জারি       
খেলাধুলা
দুর্বার রাজশাহীর গর্বিত স্পন্সর ‘নীলসাগর গ্রুপ’
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১০:১৫ পিএম  (ভিজিটর : ২৯২)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

সবশেষ ৩ সংস্করণে খেলা হয়নি রাজশাহী ফ্র্যাঞ্চাইজির। চার বছর পর আবার টুর্নামেন্টে ফিরছে তারা। ২০১৯-২০ বিপিএলে রাজশাহী রয়্যালস চ্যাম্পিয়ন হয়েছিল। তারপরই হঠাৎ হারিয়ে যায় ফ্র্যাঞ্চাইজিটি। ২০১৬ সালে রানার্সআপ হওয়া রাজশাহী কিংস এবার খেলছে দুর্বার রাজশাহী নামে। এবারের আসরে দুর্বার রাজশাহীর অন্যতম স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে ‘নীলসাগর গ্রুপ’।

এ বিষয়ে নীলসাগর গ্রুপের কর্ণধার মো. আহসান হাবীব বলেন, ‘খেলাধুলার উন্নয়নে সবসময়ই নীলসাগর গ্রুপ আন্তরিক। এবারো রাজশাহীর পৃষ্ঠপোষকতায় উজ্জীবিত করলো গ্রুপটি। আশাকরি জাঁকজমকপূর্ণ হয়ে উঠবে পুরো বিপিএল।’

বিপিএলের ১১তম আসরে আগামীকাল উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে দুর্বার রাজশাহী। দলটির কোচ ইজাজ আহমেদ জানিয়েছেন, ভাল নৈপুণ্য দেখিয়ে এবার তারা চমক দেখাতে চান। গণমাধ্যমের মুখোমুখি রাজশাহীর কোচ ইজাজ বলেছেন, ‘এটা টি-টোয়েন্টি ক্রিকেট। এখানে কিছু ভাল ইনিংস বা ভাল বোলিংই আপনাকে জেতাবে। যে কোনো সিঙ্গেল প্লেয়ারই আপনাকে জেতাবে। আমাদের দলটা বেশ তরুণ এবং ভালো। কিছু অভিজ্ঞ ক্রিকেটারও দলে আছে যারা বাংলাদেশের হয়ে খেলেছে, যেমন ইয়াসির, তাসকিন, এনামুল হক। এরা সবাই দারুণ ক্রিকেটার। হারিস আমাদের সঙ্গে যোগ দেবে, সে চলে এসেছে। জিম্বাবুয়ে থেকে রায়ান বার্লও চলে এসেছে। আমাদের দলে অভিজ্ঞ এবং তারুণ্যের দারুণ এক কম্বিনেশন আছে। আশা করি, আমরা ভালো পারফরম্যান্স করে চমক দেখাব।’

দলটির কোচ হতে পেরে দারুণ সম্মানিত বোধ করছেন সাবেক পাকিস্তানি এ ব্যাটার, ‘দুর্বার রাজশাহীর কোচ হিসেবে নিজেকে সম্মানিত মনে করছি। এটা আমার পঞ্চম বা ষষ্ঠ বাংলাদেশ সফর। টেস্টে আমার সর্বোচ্চ রানের ইনিংস ঢাকা স্টেডিয়ামে ২০৯। এখানে আমি বেশ পরিচিত ছিলাম। এরপর এখানে এশিয়া ইমার্জিং কাপে আসি, সেটাও আমরা জিতি। তাই আমার সময়ে যেসব ক্রিকেটার বাংলাদেশ দলে খেলেছেন, তাদের সঙ্গে আমার সুসম্পর্ক আছে। এবার আমি তাদের মিস করব। রাজশাহীর কর্ণধারকে বিশেষ ধন্যবাদ জানাই, তিনি আমাকে বেশ সাহায্য করেছেন। আমাকে বেশ কয়েকটি জায়গায় সুবিধা দিয়েছেন। তাই অন ফিল্ড এবং অফ দ্যা ফিল্ডে সময়টা ভালো যাবে আশা করছি। এটাও আশা করছি যে আমরা ভালো খেলব এবং আমার কোচিং, ক্রিকেটীয় অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করব।’

নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি আরো বলেছেন, ‘এর আগে আমি পিএসএলে কাজ করেছি। প্রথমবার বিপিএলে কাজ করছি এটা আমার জন্য সম্মানের। আশা করব এটা খুবই রোমাঞ্চকর হবে। আশা করি পরের বছরও আসতে পারব। মালিকরা সম্ভবত পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি সাজিয়েছে। আশা করি, বিপিএলে তারাও আরামদায়ক হবে।’

পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ইজাজ জানিয়েছেন, নিজের অভিজ্ঞতা ক্রিকেটারদের মাঝে ভাগ করে দিতে মুখিয়ে আছেন তিনি, ‘আমি আশা করব, তারা যেন নিজেদের ক্রিকেট উপভোগ করতে পারে। আমার ক্রিকেটীয় অভিজ্ঞতা থেকেও ভালো কিছু নিতে পারে। আমি ও আমার অভিজ্ঞতা তাদের কাছে শেয়ার করব যেন এগিয়ে যেতে পারে। কেননা দলে কিছু ক্রিকেটার আছে যারা নতুন, আর ৩-৪ জন ক্রিকেটার আছে আগে বাংলাদেশ দলে খেলেছে, কিন্তু এখন নেই। আমার প্রধান লক্ষ্য থাকবে তাদের সঙ্গে আমার অভিজ্ঞতা থেকে শিক্ষা দেওয়া। আমি তাদের বলব এ বিপিএলে উপভোগ করে খেলতে।’

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  দুর্বার রাজশাহী   স্পন্সর   নীলসাগর গ্রুপ   বিপিএল  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কাপাসিয়ায় মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
পাষাণ পিতা নির্মমভাবে হত্যা করল শিশুপুত্রকে!
হাতীবান্ধায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সারিয়াকান্দিতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
দশমিনায় সমলয় পদ্ধতিতে বোরো চাষ বাড়ছে

সর্বাধিক পঠিত

ভূঞাপুরে যুবদল নেতাকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা
গঙ্গাচড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মিস্টার গ্রেফতার
৩৬ বছর পর হারানো মা-কে ফিরে পেলেন ছেলে
ধামরাইয়ে স্ত্রীর সামনে স্বামীকে পিটিয়ে হত্যা
তারা ক্ষমতায় থাকলে রাজা, ক্ষমতা হারালে ইঁদুর: জামায়াত আমির

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝