বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তৃতির উদ্যোগ নিয়েছে। এর প্রেক্ষিতে ঢাকা কলেজ শাখার শিক্ষার্থীদের সমন্বয়ে সদস্যের ৩৬৮ জনের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রবিবার (২৯ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি দিয়ে ঢাকা কলেজ শাখার আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। আগামী ছয় মাসের জন্য তারা এই কমিটি অনুমোদন করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখার এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ আফজাল হোসেনকে। সদস্যসচিব সজিব উদ্দিন। মুখ্য সংগঠক হয়েছেন ইমরান নাজির এবং মুখপাত্র মোহাম্মদ আশরাফুল ইসলাম।
কমিটির যুগ্ম আহ্বায়ক মাসকাউট হাসান তামিম, ফয়সাল প্রধান, ওমর ফারুক সরকার, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তানজিমুল আবিদ, সাইফুল ইসলাম সাইফসহ আরো ৫ জন। যুগ্ম সদস্য সচিব এস বি সৈকত, মাহফুজুর রহমান, আবু আসলাম, আমিনুর রশিদসহ আরো ৬ জন।
সংগঠক সংগঠক পদে ফরিদুল ইসলাম, ইমতিয়াজ নাঈম, মোহাম্মদ ইউসুফ, মিলাদ হোসেনসহ আরো ১১ জন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গত ১ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়। এই আন্দোলন একপর্যায়ে গণ-অভ্যুত্থানে রূপ নেয়। ছাত্র-জনতার সেই অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আন্দোলন পরিচালনায় ৮ জুলাই ৬৫ সদস্যের সমন্বয়ক টিম গঠন করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে ৩ আগস্ট তা বাড়িয়ে ১৫৮ সদস্যের করা হয়। ২২ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক টিম বিলুপ্ত করে চার সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কেকে/এমএস