সিলেট সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ডাব্বর লাং (২৬) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলার সীমান্ত পিলার ১২৭২/৬-এস সংলগ্ন নতুন সংগ্রামপুঞ্জি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ডাব্বর লাং ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসিয়া হিল জেলার পানিয়াসাল থানার লাপালং গ্রামের জুবেং সুটিংয়ের ছেলে।
বিজিবি জানায়, ৪৮ বিজিবির অধীন বিওপির নতুন সংগ্রামপুঞ্জি এলাকা থেকে ডাব্বরকে স্থানীয় জনগণের সহযোগিতায় আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, রোববার রাতে সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক ডাব্বর লাংকে ভারতীয় ওষুধসহ আটক করা হয়। পরে তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
কেকে/এআর