পায়ে হেটে বাড়ী বাড়ী গিয়ে মানুষের ঘরের দরজায় গিয়ে শীত বস্ত্র কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি।
রোববার(২৯ ডিসেম্বর) রাতে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পৌরশহরের পলাশতলী সহ বিভিন্ন গ্রামে বাড়ী বাড়ী গিয়ে আসহায় শীতার্তদের মাঝে সরকারের দেয়া শীত বস্ত্র কম্বল বিতরণ করেছে মানবিক ধনবাড়ী উপজেলা নির্বহী অফিসার আবু সাঈদ ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ধনবাড়ী পৌরসভার দায়িত্বে থাকা পৌর প্রশাসক সায়েম ইমরান।
মানুষ যখন ঘুমে ঠিক তখনই পায়ে হেটে বাড়ী বাড়ী গিয়ে মানুষের ঘরের দরজায় গিয়ে ডাক হাকছেন “ চাচা-চাচি আপনারা ঘুমিয়ে গেছেন-ঘুম থেকে কষ্ট করে জেগে ওঠেন” এমন ডাকের শব্দে ঘুম থেকে ওঠে ঘরের দরজা খুলে দেখেন স্যুট-শার্ট পরা দুই জন সহ আরও বেশ কয়েকজন সবার হাতেই কম্বল।
তখনই কিছু বুঝে না উঠতেই তারা দুই জন বলে উঠে আমরা উপজেলার প্রশাসন থেকে এসেছি বলে হাতে একটি কম্বল দিয়ে বলল চাচা বর্তমান সরকার আপনাদের জন্য পাঠিয়েছে। আপনাদের হাতে হাতে সরাসরি পৌঁছে দেওয়ার জন্য আমরা এসেছি। খুশিতে আত্মহারা হয়ে চোঁখে পানি চলে আসলো বললাম ইয়া আল্লাহ জীবনে আমাদের বাড়ী বাড়ী এসে কোন অফিসার বা জনপ্রতিনিধিরা কম্বল তো দূরের কথা খোঁজ খবরই নেয়নি। উল্টো তাদের পিছনে ঘুরেও কোন সহযোগীতা ঠিকমত পাওয়া যায়নি। এই প্রথম বাড়ীতে কম্বল পাওয়ায় এমনভাবেই কান্নাজড়িত কণ্ঠে কথা গুলো বলছিলেন ধনবাড়ী পৌর সভার পলাশতলী এলাকার ষাটবর্ধ বয়স্ক দেলোয়ার হোসেন।
মানবিক এই দুই কর্মকর্তার লক্ষ্য ধনবাড়ী উপজেলা কে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা ও পৌর নগরী গড়ে তোলা। ধনবাড়ী উপজেলা কে মাদক ও সন্ত্রাস সহ ইভটিজিং, বাল্য বিবাহ, চাঁদাবাজ বন্ধে তারা ইতিমধ্যেই প্রত্যেক এলাকার সচেতন নারিকদের নিয়ে সেচ্ছ্বাসেবক ওয়ার্ড কমিটি গঠন করতে কাজ শুরু করেছে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ। পাশাপাশি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ধনবাড়ী পৌরসভার দায়িত্বে থাকা পৌর প্রশাসক সায়েম ইমরান তিনিও পৌরসভা যানযট নিরসন ও ফুটপাত দখল মুক্ত ও পৌর এলাকাকে আলোকিত করা সহ স্মার্ট পৌর নগরী গড়তে বিভিন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।
ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান জানান, ইতি পূর্বেও অনেক ইউএও কে দেখেছি কেউ এইভাবে গভীর রাতে বাড়ী বাড়ী গিয়ে কম্বল বিতরণ করেনি। গভীর রাতে শীত কে উপেক্ষা করে গরীব অসহায়দের বাড়ী বাড়ী গিয়ে ঘুম থেকে ডেকে তুলে প্রকৃত অসহায় যোগ্য ব্যাক্তিদের হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছেন বর্তমান উপজেলার ইউএনও এবং এসিল্যান্ড। শুধু তাই নয় ধনবাড়ী উপজেলা ও সহকারী কমিশনারের কার্যালয় সকলের জন্য উন্মুক্ত আলোচনার জয়গা থাকলেও তারা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অভিযোগ দেওয়ার প্রক্রিয়ার ব্যবস্থা করে বিভিন্ন ভাবে প্রচারণা চালাচ্ছে। আমি মনে করি তারা দু’জনেই সকল জনগনের আন্তরিক সেই সাথে গরীবের অফিসার। গরীবের ইউএও এবং গরীবের এসিল্যান্ড।
ধনবাড়ী পৌরসভার নির্বাহী কর্মকর্তা দেবাশীষ দাস বলেন, পৌরনসভার ২ নং ওয়ার্ডের প্রায় দুই শতাধিক অসহায়দের মাঝে শীত বস্ত্র কম্বল বিতণ করা হয়েছে। আগামীদিনে এরা দারা অব্যহত থাকবে।
ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান জানান, সরকারের দেয়া শুধু কম্বলই নয় সকল সেবা যাতে সঠিক জনগণ পায় সে লক্ষেই আমরা বাড়ী বাড়ী গিয়ে শীতবস্ত্র বিতরণ করছি। সামনের দিনে এধারা অবহ্যত থাকবে।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ বলেন, সরকারের দেয়া কম্বল প্রত্যেকের বাড়ী বাড়ী গিয়ে যারা শীতে কষ্ট পাচ্ছে তাদের কে কম্বল তুলে দিয়েছি যাতে করে প্রকৃত অসহায়রা পায়। আগামীতে জনগনের প্রত্যেক দরজায় গিয়ে যেন সকল সেবা পৌঁছে দিতে পারি। সরকারের সেবা নিশ্চিতে আমরা প্রশাসন বদ্ধ পরিকর।
এসময় ধনবাড়ী পৌর নির্বাহী কর্মকর্তা দেবাশীষ দাস, উপসহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ, কনজারভেঞ্জি ইন্সপেক্টর বিশ^নাথ ভদ্র, ধনবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
কেকে/এআর