‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার বৈষমাহীন বাংলাদেশ আমাদের সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খানসামায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
পরে খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সভা কক্ষে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রেরে অধ্যক্ষ নিমাই কুমার দত্তের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রপ্ত উপজেলা নির্বাহী অফিসার আশিক আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও টিটিসির প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও কর্মচারীগন।
কেকে/এমএস