ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রোরেলের পিলারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি সম্বলিত ‘ঘৃণাস্তম্ভে’ গণ জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে কয়েকটি ছাত্র সংগঠন।
সোমবার ( ৩০ ডিসেম্বরে ) দুপুরে এ কর্মসূচি পালন করে তারা। এরা আগে শনিবার রাতে, টিএসসির মেট্রোরেলের পিলারে শেখ হাসিনার চুন-কালি মাখানো ব্যঙ্গ গ্রাফিতির একাংশ মুছে ফেলে সিটি করপোরেশন কর্মীরা।
হাসিনার গ্রাফিতি মুছে ফেলার সময় শিক্ষার্থীরা বাধা দিলে তারা কাজ বন্ধ করে দেয়।
পরবর্তীতে রাতেই শেখ হাসিনার মুছে যাওয়া গ্রাফিতির অংশে বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা আরেকটি ব্যঙ্গাত্মক কার্টুন আঁকেন।
পরে সোমবার জুতা ও ঝাড়ু নিক্ষেপ কর্মসূচি পালনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
গত ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর মেট্রোরেলে পিলারে আঁকা ছবিতে জুতা, ইটপাটকেল ও ঝাড়ু মেরে নিজেদের ক্ষোভ প্রকাশ করে বিক্ষুব্ধ মানুষ। মেট্রোরেলে শেখ হাসিনার ছবি সম্বলিত পিলারটিকে ‘ঘৃণাস্তম্ভ’ নাম দেওয়া হয়।
কেকে/এইচএস