মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু
শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৩:৩৮ পিএম (ভিজিটর : ৪৬)
ফাইল ছবি
চুয়াডাঙ্গায় নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আরবি খাতুন (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আরবী খাতুন ইসলামপাড়ার ইমনের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
সোমবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা ইসলামপাড়া মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত আরবি খাতুনের পরিবারের লোকজন বলেন, সকালে বন্ধুদের সঙ্গে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে যায় আরবি খাতুন। এসময় হঠাৎ পানিতে পড়ে ডুবে যায়। খবর পেয়ে আরবিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেকে/এআর