রংপুরের গঙ্গাচড়ায়জেলা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ ফাতেমা বেগম রোজিনা (২৫) নামে এক মাদক কারবারি আটক হয়েছে।
সোমবার ( ৩০ ডিসেম্বর ) দুপুরে উপজেলার পূর্ব ইচলী এলাকা তাকে আটক করা হয়। আটক রোজিনা উপজেলার বড়বিল ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের তুষার মিয়ার স্ত্রী।
ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার সাড়ে বারোটার দিকে রোজিনা গাঁজা নিয়ে লালমনিরহাটের কাকিনা থেকে অটোরিকশা যোগে রংপুর শহরের দিকে যাচ্ছিলো। গোপন সংবাদে রংপুর জেলা ডিবি পুলিশের এসআই(নিঃ) মামুনুর রশিদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইচলী এলাকা থেকে তাকে আটক করে।
এসময় নারী ডিবি পুলিশ তল্লাশি করে রোজিনার পরিহিত বোরখার নিচে কোমরের উপরে শরীরের সাথে সাদা রংয়ের পলিথিন দ্বারা মোড়ানো সাদা স্কচটেপ দ্বারা প্যাঁচানো বিশেষ কায়দায় রাখা ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, আটক রোজিনার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।
কেকে/এইচএস