জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, একটি গণতান্ত্রিক, রাজনৈতিক নির্বাচিত সরকারের অধীনেই বাংলাদেশ নিরাপদ এবং দেশের সকল সমস্যা সমাধান করা সম্ভব। এখন যে অন্তরবর্তীকালীন সরকার রয়েছে, এই সরকারকে আমরা পূর্ণ সমর্থন দিয়েছি। দেশের ১৭ কোটি মানুষও এই সরকারকে সমর্থন দিয়েছে। কিন্তু আগামীতে আমরা যদি নির্বাচনের দিকে না যাই, তাহলে ষড়যন্ত্র আরো ঘনিভূত হবে। আন্তর্জাতিক যে ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে আছে, সেটাও আরো ঘনিভূত হবে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে ফরিদপুরের সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ আরো বলেন, হাসিনা দেশ থেকে পলানোর মধ্যে দিয়ে আওয়ামী লীগের বিচার আল্লাহ শুরু করেছে। তাই দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরো বলেন, বিএনপির নামে কেউ চাঁদাবাজি বা দখলবাজি করলে তাকে পুলিশে ধরিয়ে দিতে হবে। অন্যায়কারী যেই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না।
সালথা উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী ইমদাদ আলী সিদ্দিকী খসরু, উপজেলা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, শাহিনুর রহমান, বিএনপি নেতা মোঃ জাহিদ হোসেন (মাষ্টার), এনায়েত হোসেন, নাসির মাতুব্বর প্রমুখ।
এসময় শহস্রাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
কেকে/এইচএস